‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২০ মে ২০২৩

২:৪৫:১৬ PM
1367259

ইউক্রেনকে এফ-সিক্সটিন জঙ্গিবিমান দিতে মিত্রদেরকে গ্রিন সিগন্যাল দিল আমেরিকা

ইউক্রেনকে যেসব মিত্র দেশ এব-সিক্সটিন জঙ্গিবিমান দিতে আগ্রহী তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছে আমেরিকা। ওয়াশিংটন আরো বলেছে, তারা নিজেরা ইউক্রেনকে এফ-সিক্সটিন জঙ্গিবিমান দেবে না তবে কোনূ মিত্র দেশ যদি এই বিমান দেয় তাহলে ইউক্রেনের পাইলটদের এই বিমান চালনার প্রশিক্ষণ দেবে তারা।

বিশ্লেষকরা বলছেন আমেরিকা মূলত এই বক্তব্যের মধ্য দিয়ে ইউক্রেনকে অত্যাধুনিক এফ-সিক্সটিন জঙ্গিবিমান সরবরাহ করার পথ উন্মুক্ত করল।

জাপানে অনুষ্ঠানরত জি-সেভেন শীর্ষ সম্মেলনে গতকাল (শুক্রবার) মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনকে এফ-সিক্সটিন জঙ্গিবিমান দেয়ার প্রচেষ্টাকে তারা সমর্থন করবেন।
এর আগে আমেরিকা বরাবরই বলে এসেছে, তারা ইউক্রেনকে জঙ্গিবিমান দেবে না। কিন্তু এখন অবস্থান পরিবর্তন করল। তাদের এই অবস্থান পরিবর্তনকে ইউক্রেনের প্রেসিডেন্টের জন্য কূটনৈতিক বিজয় বলে মনে করা হচ্ছে। তিনি নিজে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোকে বহুদিন ধরে যুদ্ধবিমান সরবরাহ করার জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন।#

342/