‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২০ মে ২০২৩

২:৪৫:৫৯ PM
1367261

কাশ্মীরে জি-টুয়েন্টি সম্মেলন বয়কট করবে চীন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অনুষ্ঠেয় জি-টুয়েন্টি পর্যটন সম্মেলনে যোগ দেবে না চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন গতকাল (শুক্রবার) একথা জানান।

তিনি বলেন, বিতর্কিত কাশ্মীর উপত্যকায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে চীনা কর্মকর্তারা যোগ দেয়া থেকে বিরত থাকবেন। ২২ এবং ২৪ মে কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে জি২০'র ট্যুরিজম গ্রুপ সেশন অনুষ্ঠানের কথা রয়েছে। তিনি বলেন, "বিতর্কিত কাশ্মীর উপত্যকায় যেকোনো ধরনের সম্মেলন অনুষ্ঠানের বিরোধী বেইজিং। আমরা এই বৈঠকে যোগ দেব না।"

আগামী সেপ্টেম্বর মাসে জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলন ভারতের রাজধানী নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে। 
সৌদি আরব এবং তুরস্কও কাশ্মীরের এই অধিবেশনে যোগ দেয়া থেকে বিরত থাকবে।
২০১৯ সালে ভারতের বিজেপি সরকার মুসলিম অধ্যুষিত জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন এবং বিশেষ মর্যাদা বাতিল করে। এ ঘটনায় পাকিস্তান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। পাকিস্তান পুরো কাশ্মীরকে তার নিজের এলাকা বলে মনে করে। তারা শুরু থেকে বলে আসছে, অবৈধভাবে ভারত কাশ্মীর দখল করে রেখেছে। কাশ্মীরের অংশবিশেষের ওপর চীনেরও দাবি রয়েছে। সৌদি আরব এবং তুরস্ক যদি জি-টুয়েন্টির ট্যুরিজম অধিবেশনে যোগ না দেয় তাহলে তা হবে মূলত পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ। #

342/