‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২০ মে ২০২৩

২:৪৯:০৪ PM
1367266

ইউক্রেন যুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করল সৌদি আরব

রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে সৌদি আরব তার নিজের অবস্থান প্রকাশ করেছে। দেশটি বলেছে, তারা এই ইস্যুতে ইতিবাচকভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফারহান বিন ফয়সাল বলেন, তার দেশ এবং অন্য আরব দেশগুলো একই রকম নিরপেক্ষ অবস্থান ধরে রাখবে এবং দুই পক্ষের সাথেই সম্পর্ক রক্ষা করবে।

গতকাল (শুক্রবার) সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় আরব লীগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের পর পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়।

জেলেনস্কি কোনো দেশের উল্লেখ নাম উল্লেখ না করে বলেন, কিছু আরব দেশ রাশিয়ার দখলদারিত্বের প্রতি অন্ধ সমর্থন দিচ্ছে।

ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশ নেয়নি সৌদি আরব। শুধু তাই নয়, তারা আমেরিকার অনুরোধ সত্বেও তেলের উৎপাদন কমাতে রাজি হয়নি।#

342/