‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৮ মে ২০২৩

১০:৩৪:০২ AM
1369323

ইতালি ও স্পেনে বিক্ষোভ, ইউক্রেনকে সাহায্য বন্ধের আহ্বান

উচ্চ বেতন প্রদান ও ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধের দাবিতে ইতালি এবং স্পেনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।

গতকাল (শুক্রবার) ইতালির বিক্ষোভকারীরা ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানোর পাশাপাশি তারা মাসিক বেতন ৩০০ ইউরো বাড়ানোর দাবি জানান। এছাড়া, প্রতি ঘন্টায় কমপক্ষে ১০ ইউরো মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।

টেলিভিশন এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত ফুটেছে দেখা যায়, বিক্ষোভকারীরা পতাকা, ব্যানার এবং নানা ধরনের স্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে রাজপথে মার্চ করছেন। রাজধানীর রোমের বাইরেও বেশ কিছু শহরে এ ধরনের বিক্ষোভ হয়েছে। এতে এ সমস্ত শহরের স্কুল এবং পরিবহন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়।
এদিকে, স্পেনে হাজার হাজার শিক্ষক এবং স্বাস্থ্য বিভাগের কর্মী শুক্রবার রাজধানীর মাদ্রিদের স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন। তারা এ সময় সপ্তাহে ৩৫ ঘন্টা কাজ করা এবং কাজের পরিবেশ উন্নত করার দাবি জানান। রাজধানী মাদ্রিদের বিক্ষোভ সমাবেশে ৭৮ হাজার স্বাস্থ্য বিভাগের কর্মী এবং ৫৪ হাজার শিক্ষক অংশ নিয়েছেন।#

342/