‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২৯ মে ২০২৩

২:০৫:০৮ PM
1369666

রুশ সেনার মৃত্যুতে উল্লাস: কঠোর সমালোচনার মুখে লিন্ডসে গ্রাহাম

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সেনা নিহত হওয়ার ঘটনায় মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম উল্লাস প্রকাশ করার পর কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি।

গত সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় গ্রাহাম বলেন, আমেরিকা এ পর্যন্ত যে অর্থ খরচ করেছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যয় হয়েছে পূর্ব ইউক্রেনে রাশিয়ার সেনা হত্যার জন্য। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেন সরকারকে এ পর্যন্ত হাজার হাজার কোটি ডলার দিয়েছে মার্কিন সরকার।

লিন্ডসে গ্রাহামের উল্লাস প্রকাশ করার জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একে উস্কানিমূলক বক্তব্য বলে অভিহিত করেছেন। তিনি বলেন, সাউথ ক্যারোলাইনা থেকে নির্বাচিত এই আইনপ্রণেতা আমেরিকার জন্য লজ্জা। ক্রেমলিন মুখপাত্র আরো বলেন, এই ধরনের সেনেটর থাকা দেশের জন্য বৃহত্তর লজ্জার বিষয়।
এদিকে, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে গ্রাহামকে "বৃদ্ধ বোকা" বলে মন্তব্য করেছেন।
লিন্ডসে গ্রাহামের ইউক্রেন সফরের পর ব্রিটেনে রাশিয়ার রাষ্ট্রদূত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পশ্চিমা দেশগুলোর সমর্থন ও অস্ত্র সরবরাহ অব্যাহত থাকলে এই যুদ্ধের পরিধি বিস্তৃত হবে।# 

342/