‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২৯ মে ২০২৩

২:০৫:৪০ PM
1369667

তুরস্কে সমকামিতাকে স্বাগত জানানো হবে না: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান তার বিজয়ী ভাষণে সমকামিতার বিরুদ্ধে নিজের অবস্থান ঘোষণা করেছেন এবং কথিত পশ্চিমা উদারপন্থী এই মতাদর্শকে কখনোই দেশে প্রবেশ করতে দেয়া হবে না বলে তিনি সুস্পষ্টভাবে জানিয়েছেন। তিনি বলেছেন, সমকামিতাকে কখনো তার সরকার এবং দল স্বাগত জানাবে না।

গতকাল (রোববার) সন্ধ্যায় তুরস্কের সর্বোচ্চ নির্বাচন পরিষদ এরদোগানের বিজয় নিশ্চিত করার কথা ঘোষণা করে। তিনি নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারওগ্লুকে পরাজিত করেছেন।

রান অফ নির্বাচনের সময় এরদোগান বারবারই প্রতিদ্বন্দ্বী কিলিচদারওগ্লু ও তার জোটকে সমকামীপন্থী বলে অভিযোগ করেছেন। নির্বাচনে বিজয়ের পর ইস্তাম্বুল শহরে জনগণের উদ্দেশ্যে দেয়া ভাষণ এরদোগান আবারো একই অভিযোগ করেন।
তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ক্ষমতাশীন একে পার্টি কি সমকামিতাকে সমর্থন করবে? তিনি নিজেই বলেন, তার দল ও জোট সবসময় তুরস্কের ঐতিহ্যবাহী মূল্যবোধকে রক্ষা করবে।
তিনি বলেন, "প্রতিটি নির্বাচনই আমাদের জন্য নতুন করে জেগে ওঠার পথ তৈরি করে। আমাদের কাছে খুব পরিবার পবিত্র। কেউ পরিবারের বিরুদ্ধে কথা বলতে পারে না। নারীর প্রতি সহিংসতা নিষিদ্ধ, এটা হারাম।"#

342/