‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২৯ মে ২০২৩

২:০৮:৩১ PM
1369673

ইরান সফর শেষে দেশে ফিরলেন ওমানের সুলতান

ইরান সফর শেষে দেশে ফিরেছেন ওমানের সুলতান হেইসাম বিন তারেক আলে সাঈদ। তেহরানে বিমান বন্দরে তাকে বিদায় জানিয়েছেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মেহাম্মাদ মুখবের।

এর আগে তিনি আজই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে বৈঠক করেন। এ সময় তার সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন।

গতকাল তেহরানে পৌঁছেই তিনি ইরানের প্রেসিডেন্ট সাইয়্যে ইব্রাহিম রায়িসির সঙ্গে বৈঠক করেন। দুই দেশের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

গতকাল তিনি উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি রাজনৈতিক প্রতিনিধিদল নিয়ে ইরান আসেন। সুলতান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম ইরান সফর। সুলতান হেইসামের তেহরান সফরে চারটি চুক্তি সই হয়েছে।

ওমান ও ইরানের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে নানা চড়াই-উৎরাই সত্ত্বেও দুই দেশ সুসম্পর্ক বজায় রেখে চলেছে।# 

342/