‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

৭ জুন ২০২৩

৪:১৮:০৬ PM
1371667

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার সাধারণ পরিষদের কয়েকজন সদস্যের উপস্থিতিতে ঐ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা জানিয়েছে: জর্জিয়ার মুসলিম অধ্যুষিত শহর ও গ্রামে ইমাম আলী ইবনে মুসা রেজা (আ.) এর পবিত্র জন্মদিন পালিত হয়েছে। এছাড়াও, জর্জিয়ান মুসলিম প্রশাসন, আহলে বাইত কেন্দ্র এবং আল-মুস্তফা ইউনিভার্সিটির যৌথ অংশগ্রহণে মারনেওলি শহরের আগা মোহাম্মদলি গ্রামের ইমাম রেজা (আ.) মসজিদে একটি বিশেষ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার সাধারণ পরিষদের বেশ কয়েকজন সদস্যসহ ধর্মীয়, গবেষণা ও জনপ্রিয় ব্যক্তিবর্গ এবং আশেপাশের শহর ও গ্রামের অতিথিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

রামিন ইগিদভ, জর্জিয়ার মুসলিম প্রশাসনের আলেম, ককেশাস মুসলিম প্রশাসনের প্রতিনিধি হাজি আলী আলিয়েভ, ইমাম রেজা (আ.) স্কুলের পরিচালক হাজি আজিজ নবীয়েভ, আহলে বাইত কেন্দ্রের প্রধান রাসেম মোহাম্মদভ জর্জিয়া, ডক্টর ইউসুফজাদেহ, জর্জিয়ার আল-মুস্তাফা ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের প্রধান উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বক্তারা প্রথমে এই মহান ইমামের (আ.) শুভ জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের অতিথিদের শুভেচ্ছা জানান। অতঃপর তারা ইমামতের আকাশে অষ্টম উজ্জ্বল নক্ষত্র আলী ইবনে মূসা রেজা'কে (আ.) মানবতার আদর্শ হিসেবে উল্লেখ করে তাঁর জীবন ও বাণী নিয়ে আলোচনা পেশ করেন এবং ইসলাম প্রচারে ইমামদের (আ.) ভূমিকা ও আমাদের উপর তাঁদের অধিকার সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে সাঈদ হাসানোভ আহলে বাইতের (আ.) প্রশংসায় ইসলামী সঙ্গীত পরিবেশন করে এক আধ্যাত্মিক ও আনন্দমুখর পরিবেশ তৈরি করেন। অনুষ্ঠান শেষে আলী, রেজা, ফাতেমা ও মাসুমাহ নামের শিশুদের পাশাপাশি সর্বশেষ বই পড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#176S