‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৪ জুন ২০২৩

১২:৪৫:৪৪ PM
1375032

ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিনের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ

রাশিয়ার বেসরকারি সামরিক কোম্পানি ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের অভিযোগ এনে সে বিষয়ে তদন্ত শুরু করেছে মস্কো। প্রিগোজিনের একটি বিবৃতিকে কেন্দ্র করে রাশিয়া এই অভিযোগ তুলে তদন্ত শুরু করল।

ওয়াগনার গ্রুপের প্রধান অভিযোগ করেছেন, রাশিয়ার সেনারা তার কোম্পানির বহুসংখ্যক যোদ্ধাকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদেরকে দায়ী করে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য তিনি মস্কোতে তার যোদ্ধাদের নিয়ে মার্চ করার হুমকি দিয়েছেন।

রুশ সরকার এই অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে এবং বেআইনি তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে।
রাশিয়ার ন্যাশনাল এন্টি টেরোরিজম কমিটি গতকাল (শুক্রবার) বলেছে, প্রিগোজিনের বক্তব্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন। তবে তার বক্তব্যকে কেন্দ্র করে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস তদন্ত শুরু করেছে। একই সঙ্গে তার এই বেআইনি তৎপরতা দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিস্থিতি সম্পর্কে সজাগ রয়েছেন এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।#

342/