‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১৩ সেপ্টেম্বর ২০২৩

৫:৪৮:৫৩ PM
1393467

দুই ইহুদি বসতি স্থাপনকারী আহত, একজনের অবস্থা গুরুতর

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অভিযানে দুজন অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী আহত হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর।

ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার জানিয়েছে, নাবলুস শহরের দক্ষিণে হুয়ারা এলাকায় গতকাল (মঙ্গলবার) এই অভিযান চালানো হয়। সংস্থাটি বলছে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এই হামলা চালিয়েছে। অন্য কয়েকটি সংবাদ মাধ্যম বলছে, পশ্চিম তীরের প্রতিরোধ সংগঠন আল-আকসা শহীদ ব্রিগেডের সঙ্গে সম্পর্কযুক্ত আল-ফাজর ব্রিগেড এই অভিযানের দায়িত্ব স্বীকার করেছে।

ইসরাইলের কয়েকটি গণমাধ্যম সূত্র জানিয়েছে, হামলায় আহত এক ব্যক্তি গুরুতর অবস্থায় রয়েছে এবং অন্য ব্যক্তির ক্ষত তুলনামূলক কম। ইসরাইলের সূত্রগুলো বলছে, অবৈধ ইহুদি বসতিতে অভিযান পরিচালনার পর প্রতিরোধ যোদ্ধারা নিরাপদে চলে যেতে সক্ষম হয়। তবে প্রতিরোধ যোদ্ধাদের আটকের জন্য ইহুদিবাদী বাহিনী এরইমধ্যে সেখানে তাদের শক্তি বাড়িয়েছে। 

সাম্প্রতিক দিনগুলোতে পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের অভিযান জোরদার হয়েছে। ইহুদিবাদী বাহিনী পশ্চিম তীরে যে দমন-পীড়ন এবং হত্যাযজ্ঞ বাড়িয়েছে তার জবাবে প্রতিরোধ সংগঠনগুলো তাদের তৎপরতা জোরদার করেছে। আজকের এই অভিযানের প্রশংসা করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।#

342/