‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১৮ সেপ্টেম্বর ২০২৩

২:৫৩:১২ PM
1394351

রাজপথ দখলের অংশ হিসেবে ১৫ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

একদফা দাবি আদায়ে কাল থেকে ৩ অক্টোবর পর্যন্ত ১৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানী ঢাকার প্রবেশমুখে ৮টি সমাবেশ করবে তারা।

আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানে, বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কারযালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান, ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল এবং খুলনায় রোডমার্চ ও সমাবেশ করবে বিএনপি।

কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে একটি করে এবং ঢাকায় ৩টি বড় সমাবেশ করবে দলটি। ঢাকায় পেশাজীবী সমাবেশ,নারী ও  শ্রমিক সমাবেশের কথাও জানান এ বিএনপি নেতা। এছাড়াও সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম অঞ্চলে, ৪টি রোডমার্চ কর্মসূচি করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে।

একই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জিয়া এখনো ক্রাইসিসের বাইরে নন। বেগম খালেদা জিয়া গৃহবন্দী অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চলেছেন। গত রাতে তাকে সিসিইউতে নেয়া হয়েছিল। আজ সকালে তাকে আবার কেবিনে নেয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তৈমূর আলম খন্দকার ও শমসের মবিন চৌধুরী এখন আর বিএনপির সদস্য নন। তারা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন। তারা আরেকটা দল করতেই পারেন।

এদিকে রাজধানী ঢাকায় অপর এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক বলেছেন, হরতাল,অবরোধ আর আগুন সন্ত্রাস করে আওয়ামী লীগকে গত ১৪ বছরেও কিছু করতে পারেনি বিএনপি।আগামী দেড় মাসেও কিছু করতে পারবে না।

তবে বিএনপি নির্বাচনে না এলে তাদের পরিণতি হবে ভয়াবহ বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। সোমবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে, কৃষি বিপ্লব ও জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক সেমিনারে যোগ দিয়ে এসব কথা বলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ##

342/