‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

২ অক্টোবর ২০২৩

৩:১৮:১১ AM
1397244

ঐশী মুজিযার কারণেই আহলে বাইতের বংশধারা টিকে আছে: মিশরী আলেম

শেইখ আলি জুমআহ বলেছেন, মহানবী (সা.) এর আহলে বাইত তথা তাঁর পবিত্র বংশধারার ঐশী মুজিযার কারণেই টিকে আছে এবং আমাদের মাওলা হযরত মোহাম্মাদ (সা.) যে সর্বশেষ নবী ও রাসূল, এ বিষয়টির সত্যায়নকারী।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মিশরের সাবেক মুফতি এবং দেশটির সিনিয়র স্কলার কাউন্সিলের সদস্য শেখ আলি জুমুআহ বলেছেন, মহানবী (সা.) এর আহলে বাইত তথা তাঁর পবিত্র বংশধারার ঐশী মুজিযার কারণেই টিকে আছে এবং আমাদের মাওলা হযরত মোহাম্মাদ (সা.) যে সর্বশেষ নবী ও রাসূল, এ বিষয়টির সত্যায়নকারী এবং আমাদের মাওলা হযরত মোহাম্মাদ (সা.) যে সর্বশেষ নবী ও রাসূল, এ বিষয়টির সত্যায়নকারী। শেইখ জুমআহ বলেন, আল্লাহর রাসূল (সা.) তাঁর উপর নাযিলকৃত ঐশী বার্তা পৌঁছে দিয়েছেন এবং আসমান ও জমিনের রব যিনি সাত আসমানের উপরে আরশে আযীমে সমাসীন, তাঁর নবুওয়াতকে সত্যায়ন করেছেন।

শেইখ জুমআহ মহানবী (সা.) কর্তৃক বর্ণিত "সাকালাইনের হাদিস"-এর প্রতি ইঙ্গিত করে বলেন: এ হাদীসে তিনি (স.) মহান আল্লাহর কিতাব তথা পবিত্র কোরআন এবং আহলে বাইতকে (সা.) দু’টি মূল্যবান জিনিস হিসেবে ঘোষণা করেছেন; যেগুলোকে তিনি মানুষের কাছে আমানত হিসেবে রেখে গেছেন। অনেক মুসলিম পণ্ডিত তাদের বিখ্যাত গ্রন্থসমূহে এই হাদিস উল্লেখ করেছেন।

মিশরের এই প্রাক্তন মুফতি বলেন, মহানবী (সা.) নিশ্চিতভাবে জানতেন যে, তাঁর দুই দৌহিত্র ইমাম হাসান ও ইমাম হুসাইন (আ.) থেকে তাঁর পবিত্র বংশধারা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়বে।

তিনি বলেন, ইমাম হাসান (আ.)-কে বিষ প্রয়োগ শহীদ করা হয়েছিল এবং ইমাম হোসাইন (আ.)-কে কারবালায় নির্মমভাবে শহীদ করা হয়েছে; কিন্তু মহান আল্লাহ তায়ালা ইমাম হোসাইন (আ.)-এর পুত্র ইমাম যয়নুল আবেদিন (আ.)-কে রক্ষা করেছিলেন, যেভাবে ইমাম হাসান মুজতাবা (আ.)-এর সন্তান হাসানে মুসান্না এবং তার ভাই যায়েদ আল-আবলাজকে বাঁচিয়েছিলেন এবং এই তিনজন পবিত্র ও নিষ্কলুষ ব্যক্তির মধ্য থেকে মহানবীর (সা.) পবিত্র বংশধারা অব্যাহত রয়েছে।

বক্তৃতার শেষ অংশে শেখ জুমআহ বলেন, শুধুমাত্র মহান আল্লাহর বিশেষ অনুগ্রহের কারণেই মহানবীর (সা.) গোত্র ও তাঁর বংশধরদের অবশিষ্ট রয়েছে।#176S