২ ডিসেম্বর ২০২৩ - ০৯:১৭
নির্বাচনে যাচ্ছে বিএনপির অনেক নেতা, ৩০টি নিবন্ধিত দল নির্বাচনে আসা বিরাট সাফল্য: ওবায়দুল কাদের

নির্বাচনী ট্রেন চলছে, যত বাঁধাই আসুক গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত এ ট্রেন থামবে না। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, যথা সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নিলেও, তাদের অনেক নেতাই নির্বাচনে অংশ নেবে বলেও জানান তিনি। 

এসময় আগামী নির্বাচন প্রতিহত করতে বিএনপির  ঘোষণা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে আপোষহীন লড়াই চালিয়ে যাচ্ছে সরকার। কারো কথায় কিংবা কারো বাধায়, নির্বাচনী ট্রেন থেমে থাকবে না। নির্বাচনের এখনো অনেক সময় বাকি, অনেকেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত হচ্ছে বলে জানান দলটির সাধারণ সম্পাদক। ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা নিয়ে ওবায়দুল কাদের বলেন, সম্পর্কের মাঝে টানাপোড়েন বন্ধুত্বেরই অংশ। তবে সবারই সবাইকে প্রয়োজন রয়েছে।#

342/