গত দুই মাসে গাজা উপত্যকায় ইসরাইলি দখলদার বাহিনীর নৃশংস আগ্রাসনে প্রায় ১৬ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে শতকরা ৭০ ভাগ নারী ও শিশু।
ইবরাহিম রায়িসি বলেন, ফিলিস্তিনের নিপীড়িত ও শক্তিশালী জনগণের বিরুদ্ধে নিষ্ঠুরতা আমাদের সবার এবং পুরো মানবতার জন্য দুঃখের কারণ। তিনি বলেন, "আমরা বিশ্বাস করি ফিলিস্তিনি নারী ও শিশুদের শাহাদত ভুয়া ইহুদিবাদী রেজিমের অবসান ঘটাবে এবং আমরা ফিলিস্তিনিদের বিজয়ের পাশাপাশি ইসরাইলিদের নির্মূলের সাক্ষী হব।"
ইরানের প্রধান নির্বাহী ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি গণহত্যার জন্য স্বঘোষিত মানবাধিকারের প্রবক্তা মার্কিন সরকার এবং পশ্চিমা দেশগুলোর সমর্থনে ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, “এটা আরো দুর্ভাগ্যজনক যে আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান যারা নিপীড়িতদের রক্ষার দায়িত্বে রয়েছে, তারা বৈশ্বিক বলদর্পী মার্কিন সরকারের শক্তির সামনে তাদের দক্ষতা হারিয়ে ফেলেছে। তবে আমরা হতাশ নই। আমরা বিশ্বাস করি, মানবাধিকার ও ন্যায়বিচারের বাস্তবায়ন এবং একটি নতুন বিশ্ব ব্যবস্থার জন্য জাতিগুলো আজ ঘুরে দাঁড়িয়েছে।”#
342/