ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গতকাল (বৃহস্পতিবার) এক এক্স পোস্টে এ সতর্কবাণী উচ্চারণ করেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘ সনদের ৯৯ ধারা বাস্তবায়ন করার আহ্বান জানানোর পর এক্সে ইরানের এ মতামত তুলে ধরেন কানয়ানি। গুতেরেস ওই ধারা কার্যকর করার মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জোর করে হলেও গাজা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
গুতেরেসের পদক্ষেপে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। কোহেন দাবি করেছেন, জাতিসংঘ মহাসচিব হিসেবে কোহেনের মেয়াদের বাকি সময় এখন ‘বিশ্ব শান্তির জন্য হুমকি’ হয়ে থাকবে।
কানয়ানি তার এক্স পোস্টে লিখেছেন, অবৈধভাবে প্রতিষ্ঠার সময় থেকেই ইহুদিবাদী ইসরাইল বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়েই ছিল। কিন্তু সাম্প্রতিক আল-আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর সেই হুমকি চরম আকার ধারণ করেছে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতৃত্বে ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা যে আকস্মিক অভিযান চালান সেটির প্রতি ইঙ্গিত করে কানয়ানি একথা বলেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরাইল সরকার প্রমাণ করেছে যে, তারা কোনো আন্তর্জাতিক আইন বা সংস্থাকে তোয়াক্কা করে না। #
342/