আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার উদ্যোগে এবং
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা)-এর সহযোগিতায় গতকাল গাজা যুদ্ধে তৎপর শহীদ সাংবাদিকদের স্মরণে বিশেষ সভা
তেহরানে অনুষ্ঠিত হয়েছে।
এ স্মরণসভা গতকাল ১৫ই ডিসেম্বর-২০২৪ তেহরানে অবস্থিত আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার (মাজমা) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন মাজমা’র মহাসচিব আয়াতুল্লাহ রামাযানী এবং ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক, তুরস্ক, ইন্দোনেশিয়ার বিভিন্ন ব্যক্তিত্ব। বক্তাগণ সরাসরি অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজেদের বক্তব্য এ সভায় উপস্থাপন করেন। এছাড়া এতে আন্তর্জাতিক গণমাধ্যমে তৎপর ব্যক্তিত্বগণও উপস্থিত ছিলেন।
সভায় গাজা যুদ্ধের শহীদ সাংবাদিকদের স্মরণে বিশেষ পোষ্টারে মোড়ক উন্মোচন করা হয়।
বলাবাহুল্য, জায়নবাদীরা গাজায় তাদের অপরাধযজ্ঞকে ধামাচাপা দিতে মানবাধিকারের
দাবীদ্বার দেশগুলোর গণমাধ্যমের সহায়তায় শুধু মিথ্যা তথ্যই প্রচার করছে না, বরং
তারা বিশেষ পরিকল্পনার আওতায় গাজায় তৎপর সাংবাদিকদেরকেও হত্যা করছে।
সর্বশেষ তথ্যের ভিত্তিতে, এ নাগাদ গাজায় জায়নবাদী ইসরাইলের হামলা ১১৫ জন সাংবাদিক শহীদ হয়েছেন।#176