‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৬ ফেব্রুয়ারী ২০২৪

২:৫০:০৬ PM
1435727

ইয়েমেন, ইরাক ও সিরিয়ায় মার্কিন বিমান হামলার নিন্দা জানিয়েছে ইরান

ইয়েমেন, ইরাক ও সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান এ হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থি বলে বর্ণনা করেছে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি গতকাল (সোমবার) নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ নিন্দা জানান। বৈঠকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি নিয়ে আলোচনা করা হয়।

গত শুক্রবার রাতে ইরাক ও সিরিয়ার ৮৫টি লক্ষ্যবস্তুতে মার্কিন সন্ত্রাসী সেনারা বিমান হামলা চালানোর পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ বক্তব্য রাখলেন ইরানের স্থায়ী প্রতিনিধি। ৩০ মিনিট ধরে ১২৫টিরও বেশি নিখুঁত অস্ত্র ব্যবহার করে ওই হামলা চালানো হয়।

জর্দানের উত্তরাঞ্চলীয় একটি দূরবর্তী মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনার নিহত হওয়ার প্রতিশোধ নিতে ওইসব হামলা চালানোর দাবি করা হয়।

ইরানের স্থায়ী প্রতিনিধি বলেন, ইরাক ও সিরিয়ায় হামলা চালিয়ে মার্কিন সরকার জাতিসংঘ সনদের ২ নম্বর ধারা লঙ্ঘন করেছে। এছাড়া এ হামলায় ইরাক ও সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও রাজনৈতিক স্বাধীনতা লঙ্ঘন করা হয়েছে। আমির সাঈদ ইরাভানি ইয়েমেনের ওপর ইঙ্গো-মার্কিন বাহিনীর ধারাবাহিক আগ্রাসনেরও নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনায়ও আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদ লঙ্ঘন করা হয়েছে। #

342/