‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

৬ ফেব্রুয়ারী ২০২৪

৫:১৯:৩৫ PM
1435824

ইয়েমেনে মার্কিন-ব্রিটিশ আগ্রাসন বিনা জবাবে পার পাবে না : আনসারুল্লাহ

ইয়েমেনের কয়েকটি প্রদেশে মার্কিন-ব্রিটিশ হামলার প্রতিক্রিয়ায় আনসারুল্লাহর মুখপাত্র বলেছেন এ আগ্রাসন বিনা জবাবে পার পাবে না।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইয়েমেনের বেশ কয়েকটি প্রদেশে আমেরিকা-ব্রিটিশ যৌথ হামলার প্রতিক্রিয়ায় আনসারুল্লাহ মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, মার্কিন-ব্রিটিশ জোটের বোমা হামলা, ফিলিস্থিনের পক্ষে আমাদের অবস্থানে কোন পরিবর্তন আনবে না বরং ফিলিস্থিনের প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। ইয়েমেনে সর্বশেষ এই হামলার জবাব দেওয়ার বিষয়ে তিনি আরো বলেন, “হামলার জবাব হামলার মাধ্যমেই দেওয়া হবে।

‍“আল-মায়াদিন” পত্রিকার রিপোর্ট অনুসারে, মার্কিন-ব্রিটিশ বিমান বাহিনী গত কয়েক ঘন্টায় ৪৮বার ইয়েমেনের কয়েকটি প্রদেশকে তাদের হামলার লক্ষ্যবস্তু করেছে। এ সব প্রদেশের মধ্যে রয়েছে, সানআ, আল-হুদায়দা, তাইজ, আলবায়দা, হুজ্জা এবং সা’দা প্রদেশ রয়েছে।

মার্কিন-ব্রিটিশ বাহিনী সানআ প্রদেশে ১৩ বার, আল-হুদায়দা প্রদেশে ৯ বার, তাইজ প্রদেশে ১১ বার, আল-বায়দা ও হুজ্জা প্রদেশে ৭ বার এবং সা’দা প্রদেশে ৫ বার হামলা করেছে।

শত্রুদের এই আগ্রাসনগুলোর জবাব দেওয়ার দৃঢ়-প্রত্যায় ব্যক্ত করে তিনি বলেন, তাদের এসব হামলা আনসারুল্লাহকে ফিলিস্তিনি নিপীড়িত জনগনের পাশে থাকা এবং তাদের সহযোগিতা করার নৈতিক, ধর্মীয় ও মানবিক অবস্থান থেকে ফিরিয়ে রাখতে পারবে না।#176K