‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১০ ফেব্রুয়ারী ২০২৪

১:৪৯:০৯ PM
1436603

আমেরিকার অন্যায় সমর্থন ইসরাইলের জন্য চরম পরাজয় বয়ে আনবে: ইরান

ইহুদিবাদী ইসরাইল ও এর যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সমর্থন অব্যাহত রাখার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে ইরান। তেহরান বলেছে, এ ধরনের অন্যায় সমর্থন ইসরাইলের জন্য ‘চরম পরাজয়’ ছাড়া অন্য কোনো ফল বয়ে আনবে না।

লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান গতকাল (শুক্রবার) বৈরুতে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “ইহুদিবাদী ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধের চোরাবালিতে ডুবিয়ে দিতে চায়।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ অক্টোবরের শুরুতে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একথা বলে এসেছে যে, ফিলিস্তিন সংকট সমাধানের উপযুক্ত পন্থা যুদ্ধ নয়। ইসরাইল আগ্রাসন চালিয়ে গাজায় তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

এজন্য তিনি ফিলিস্তিনি জনগণের পাশাপাশি লেবাননসহ গোটা পশ্চিম এশিয়ার প্রতিরোধ সংগঠনগুলোর অবিচলতার প্রশংসা করেন। আমির-আব্দুল্লাহিয়ান বলেন, লেবানন ও ফিলিস্তিনের প্রতিরোধ নেতারা চলমান যুদ্ধে কৌশলি ও বিজ্ঞচিত মনোভাব প্রদর্শন করেছেন। তিনি বলেন, “আজ আমরা দেখছি বিজয়ী ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো হামাসকে সামনে রেখে একটি রাজনৈতিক পরিকল্পনা উপস্থাপন করেছে।”

গাজাবাসীর প্রতি সংহতি প্রদর্শন করে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা যে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে তার ভূয়সী প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ ফ্রন্টগুলোর শাহাদাতপ্রাপ্ত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

গত অক্টোবর মাসের শুরুতে গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর এই নিয়ে তৃতীয়বার ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবানন সফরে গেলেন। দেশটির শীর্ষস্থানীয় নেতা ও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পর তিনি সিরিয়া সফরে যাবেন বলে কথা রয়েছে।#

342/