‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১৫ ফেব্রুয়ারী ২০২৪

১:৫৬:২৪ PM
1437971

ইউক্রেনকে অস্ত্র দেয়ার জন্য ন্যাটো ওয়াশিংটনের ওপর নির্ভর করছে

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, তিনি আশা করেন, ইউক্রেনের জন্য মার্কিন কংগ্রেস যথোপযুক্ত ও বাড়তি তহবিল সরবরাহ করবে যা রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য জরুরিভাবে প্রয়োজন। ইউক্রেন যখন পর্যাপ্ত সামরিক সরঞ্জামের অভাবে ভুগছে তখন তিনি এই মন্তব্য করলেন।

আজ (বৃহস্পতিবার) বেলজিয়ামের রাজধানীর ব্রাসেলসে ন্যাটো জোট ভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সাথে বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইয়েন্স স্টলটেনবার্গ। তিনি বলেন, ইউক্রেনকে অস্ত্র দেয়ার জন্য ন্যাটো জোট ওয়াশিংটনের ওপর নির্ভর করছে। 

সম্প্রতি মার্কিন সিনেট আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা প্যাকেজ হিসেবে যে তহবিল বরাদ্দের অনুমোদন দিয়েছে তার জন্য মার্কিন আইন প্রণেতাদেরকে ন্যাটো মহাসচিব ধন্যবাদ জানান। এই তহবিল বরাদ্দের আওতায় ইউক্রেনকে ছয় হাজার কোটি ডলার দেয়া হবে। তবে ধারণা করা হচ্ছে- মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে বিলটি আটকে যেতে পারে। কারণ সেখানে রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। রিপাবলিকান দল অন্ধভাবে ইউক্রেনকে অর্থ বরাদ্দ দিতে রাজি নয়।#

342/