‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২৩ ফেব্রুয়ারী ২০২৪

২:৩৮:২৫ PM
1439783

‘প্রায় কেউই বিশ্বাস করে না চলমান যুদ্ধে ইউক্রেন বিজয়ী হবে’

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ইউক্রেন সংঘাত যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ইউরোপীয় ইউনিয়নের জন্য নিকট ভবিষ্যত অন্ধকার। হাঙ্গেরির ফিডেজ-কেডিএনপি সংসদীয় উপদলের রুদ্ধদ্বার সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ভিক্টর অরবান সতর্ক করে বলেন, “এই যুদ্ধ শেষ হবে না। তাতে ইউরোপের কাঁধে বোঝা বাড়বে। কারণ মার্কিন নির্বাচনের কারণে ওয়াশিংটনের পক্ষ থেকে ইউক্রেনকে আর্থিক সমর্থন কমিয়ে দেয়া হবে, যার চাপ পড়বে ইউরোপের ওপর।”

হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনকে সমর্থন দিতে গিয়ে ইউরোপকে এখন ব্যাপকভাবে রাজনৈতিক মূল্য দিতে হচ্ছে। পুরো ইউরোপ জুড়ে কৃষকেরা বিদ্রোহ করছে এবং প্রায় কেউই বিশ্বাস করে না এই যুদ্ধে ইউক্রেন জিততে পারবে।

যুদ্ধ শুরু পর থেকেই ভিক্টর অরবান যুদ্ধের পৃষ্ঠপোষক এবং ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমাদের নীতির সমালোচনা করে আসছেন।#

342/