‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২৬ ফেব্রুয়ারী ২০২৪

৬:৪৯:২৬ PM
1440514

ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ এশতায়েহ। তিনি আজ (সোমবার) ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এশতায়েহ'র নেতৃত্বাধীন সরকার ফিলিস্তিনের পশ্চিম তীর শাসন করত।

ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের সরকারে রদবদলের জন্য আমেরিকা ও তার মিত্রদের চাপের কারণে প্রধানমন্ত্রীর পদে পরিবর্তন আনা হলো বলে জানা গেছে। এশতায়েহ মনে করেন, পরবর্তী ধাপে চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য নতুন সরকার ও নতুন রাজনৈতিক পদক্ষেপ প্রয়োজন।

বিভিন্ন সূত্র জানিয়েছে, ফিলিস্তিনের পুঁজি বিনিয়োগ বিষয়ক ফান্ডের প্রধান মুহাম্মাদ মুস্তাফাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। চলতি সপ্তাহেই টেকনোক্র্যাটদের নিয়ে নয়া সরকার গঠন করা হতে পারে।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরেও ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের জনপ্রিয়তা বহুগুণ বেড়ে গেছে। মাহমুদ আব্বাসদের জনপ্রিয়তা কমে গেছে। #    

342/