‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২৮ মার্চ ২০২৪

২:০৫:০১ PM
1447409

ইরাকে গ্যাস রপ্তানির চুক্তি নবায়ন করেছে ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে ইরাকে গ্যাস রপ্তানির চুক্তি নবায়ন করা হয়েছে। ইরানের তেল মন্ত্রণালয় গতকাল (বুধবার) এ তথ্য জানিয়েছে।

গতকাল দিনের প্রথম ভাগে ইরাকের রাজধানী বাগদাদে পাঁচ বছরের জন্য এই চুক্তি নবায়ন করা হয়। চুক্তিতে সই করেন ইরানের জাতীয় তেল ও গ্যাস কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মাজিদ চেগেনি এবং ইরাকের জ্বালানিমন্ত্রী জিয়াদ আলী ফাজেল।

২০১৩ সালে সই হওয়া এক চুক্তির আওতায় ইরান গত ১০ বছর ধরে ইরাকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে এসেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান থেকে ইরাকে গ্যাস রপ্তানির পরিমাণ বাড়িয়ে প্রায় প্রতিদিন ৫ কোটি ঘনমিটারে উন্নীত করা হয়।

ইরাকে যে পরিমাণে গ্যাস ও বিদ্যুৎ প্রয়োজন তার এক-চতুর্থাংশ ইরান থেকে আমদানি করে থাকে বাগদাদ। ইরান থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে ইরাক সরকার মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেয়ে থাকে।#

342/