আদালত বলেছে, গত ২৬ জানুয়ারির পর থেকে গাজার নাগরিকদের জীবনমানের বিশেষ করে খাদ্য সরবরাহের ক্ষেত্রে আরো বিপর্যয় ঘটেছে। গাজার অধিবাসীরা মৌলিক পণ্য সামগ্রী থেকে মারাত্মকভাবে বঞ্চিত রয়েছে।
আন্তর্জাতিক বিচার আদালত আরো বলেছে, গাজার জনগণ দুর্ভিক্ষের সম্মুখীন হতে যাচ্ছে না বরং তারা এরইমধ্যে দুর্ভিক্ষের মধ্যে পড়েছেন। আদালত ইসরাইলকে নির্দেশ দিয়েছে যে, যতক্ষণ প্রয়াজন ততক্ষণ গাজার বিভিন্ন সীমান্ত পয়েন্ট খুলে রাখতে হবে যাতে সেখানকার জনগণের কাছে খাদ্য ও ত্রাণ সহায়তা পৌঁছানো যায়।#
342/