‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১০ এপ্রিল ২০২৪

৩:০৬:১৪ PM
1450424

রাশিয়ায় ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদে’ পশ্চিমা দেশগুলো জড়িত; তদন্ত শুরু: মস্কো

রাশিয়ায় ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদে’ পশ্চিমা দেশগুলোর জড়িত থাকার ব্যাপারে মস্কো ফৌজদারি তদন্ত শুরু করেছে বলে খবর দিয়েছে রাশিয়া।

দেশটির এ সংক্রান্ত তদন্ত কমিটি ঘোষণা করেছে, ইউক্রেন-ভিত্তিক কিছু মার্কিন কোম্পানি গত কয়েক বছরে এমন কিছু তহবিল গ্রহণ করেছে যা রাশিয়ার অভ্যন্তরে সন্ত্রাসি তৎপরতা চালাতে ব্যবহার করা হয়েছে।

ওই কমিটি আরো বলেছে, তারা কোটি কোটি ডলারের ‘এসব অর্থের উৎস’ খুঁজে দেখছে। সেইসঙ্গে এসব ঘটনায় পশ্চিমা সরকারগুলোর সুনির্দিষ্ট কিছু কর্মকর্তা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জড়িত থাকারও প্রমাণ সংগ্রহ করার চেষ্টা চলছে।

রাশিয়াদ তদন্ত কমিটি সন্দেহভাজন এসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে তেল ও গ্যাস কোম্পানি ‘বুরিসমা হোল্ডিং’-এর নাম উল্লেখ করেছে। ইউক্রেনে তৎপর ওই কোম্পানিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বড় ধরনের শেয়ার রয়েছে।

রুশ তদন্ত কমিটি বলেছে, তেল ও গ্যাস কোম্পানি বুরিসমা হোল্ডিংসহ আরো কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাপ্ত অর্থে রাশিয়ার অভ্যন্তরে সন্ত্রাসি তৎপরতা চালানো হয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে যারা সন্ত্রাসি তৎপরতা চালিয়েছে তাদের সঙ্গে মূল পশ্চিমা হোতাদের সরাসরি যোগাযোগের বিষয়টি এখন তদন্ত করে দেখা হচ্ছে।

সম্প্রতি রাশিয়ার রাজধানী মস্কোর শহরতলীতে একটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসি হামলায় ১৪৪ ব্যক্তি নিহত হয়। রাশিয়া ওই হামলার জন্য ইউক্রেন ও তার পশ্চিমা পৃষ্ঠপোষকদের দায়ী করেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ইউক্রেনে তার ছেলেকে ব্যবসা করার সুযোগ করে দিতে কিয়েভের ওপর নিজের প্রভাব খাটিয়েছেন। যদিও জো এবং হান্টার এ অভিযোগ অস্বীকার করেছেন।#

342/