গতকাল (সোমবার) ফিলিস্তিনের সিভিল ডিফেন্স কর্মীরা খান ইউনুস শহরের নাসের হাসপাতাল চত্বরে আবিষ্কৃত গণকবর থেকে আরও ৭৩টি লাশ উদ্ধারের কথা ঘোষণা করে। এর আগের দিনও সেখান থেকে বহু ফিলিস্তিনি নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়। এ পর্যন্ত নাসের হাসপাতালে চত্বর থেকে প্রায় ৩ ০০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে যার বেশিরভাগই নারী, শিশু এবং বৃদ্ধ লোকজনের।
গত মাসে ইহুদিবাদী বর্বর সেনারা নাসের হাসপাতাল অবরুদ্ধ করে সেখানে আগ্রাসন চালায় এবং এ সমস্ত মানুষকে হত্যা করে।
হামাস এক বিবৃতিতে বলেছে, “প্রতিদিন ইহুদিবাদীদের বর্বর অপরাধের যে ঘৃণ্য চিত্র বেরিয়ে আসছে বিশেষ করে হাসপাতাল চত্বরে নারী এবং শিশুদের মৃতদেহ উদ্ধার হচ্ছে তাতে একথা নিশ্চিত হয় যে, এই ফ্যাসিস্ট শত্রুরা খুন এবং রক্তের জন্য পিপাসার্ত হয়ে রয়েছে।”
বিবৃতিতে আরো বলা হয়েছে, “ইসরাইল হচ্ছে এমন একটি শক্তি যারা মানবিকতার সমস্ত মূল্যবোধকে পদদলিত করেছে এবং বেসামরিক জনগণের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ের অপরাধ করতে কুণ্ঠাবোধ করে না।”
গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজার ওপর বর্বর আগ্রাসন শুরু করেছে এবং এ পর্যন্ত তাদের হাতে কমপক্ষে ৩৪ হাজার ৯৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে শতকরা ৭২ ভাগ নারী ও শিশু।#
342/