‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

২৪ এপ্রিল ২০২৪

৮:৩২:২৬ AM
1453693

স্পেনের ইসলামিক সোসাইটির সভাপতি জানিয়েছেন: গাজায় সৃষ্ট বিপর্যয়ের পর ইউরোপীয়রা প্রথমবারের মত সত্য অনুধাবন করছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হামাসের তুফানুল আকসা অভিযানের শুরু এবং জায়নবাদী ইসরাইল কর্তৃক গাজায় বর্বর হামলার ঘটনার পর ইউরোপে ইসলাম গ্রহণ বৃদ্ধি পেয়েছে ৪ গুণ।

বিভিন্ন সংবাদ সূত্রের তথ্যের ভিত্তিতে, ইসলাম ধর্মে নবদীক্ষিতরা বেশীরভাগই আহলে বাইতের (আ.) মাযহাবকে প্রাধান্য দিচ্ছেন।

গাজার বিভিন্ন এলাকার উপর বোমা বর্ষণের ভিডিও, ফিলিস্তিনের জনগণের ঈমানি শক্তি এবং গাজার নিরীহ জনগণের উপর জায়নবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের বিরুদ্ধে বিশ্ববাসী ফুঁসে ওঠার মত বিষয়গুলো হাজার হাজার অমুসলিমের মাঝে পবিত্র কুরআন অধ্যয়নের আগ্রহ তৈরি করেছে।




গ্লোব আই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ফ্রান্সে ইসরাইলি অপরাধযজ্ঞের ক্লিপ দেখে ইসলাম ধর্ম সম্পর্কে গবেষণা এবং ধর্মে দীক্ষিত মানুষের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।

ইসলাম ধর্মে আগ্রহীদের মাঝে প্রভাবশালী ব্যক্তিত্বরাও রয়েছেন; হল্যান্ডের বিখ্যাত ফুটবলিস্ট ডেভ ভ্যান ডেন বার্গ, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের চক্ষুবিদ্যা বিভাগের প্রখ্যাত অধ্যাপক হেনরি ক্লাসেন এবং বিখ্যাত আমেরিকার টিকটকার মেগান রাইসের নাম তম্মধ্যে উল্লেখযোগ্য

মার্কিন নাগরিক নও মুসলিম মেলিসা গোমেয তার ইসলাম গ্রহণের অনুপ্রেরণার কথা উল্লেখ করতে গিয়ে গাজায় সৃষ্ট বিপর্যয়, সংকট ও জায়নবাদী ইসরাইলের হামলার বিপরীতে এ অঞ্চলের জনগণের ঈমানি শক্তির প্রতি ইঙ্গিত করেছেন।

স্পেন ইসলামিক সোসাইটির সভাপতি জায়নবাদের বিরুদ্ধে গাজা যুদ্ধের প্রভাব সম্পর্কে জানান: গাজার উপর ইসরাইলি হামলা, ইসলাম ধর্মের প্রতি স্পেনের জনগণের আগ্রহ বাড়িয়েছে।

আনাতোলির প্রতিবেদনে বলা হয়েছে, দেল পোজো বলেন: এ কথা বলা যায় যে, সাম্প্রতিক গাজা যুদ্ধের পর ইউরোপীয়রা প্রথমবারের মত সত্য অনুধাবন করছে।

স্পেনের স্থানীয় এ মুসলিম নেতার ভাষ্যানুযায়ী, ফিলিস্তিন ইস্যু জনমনে বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে এবং এ ইস্যু দেশটির ঐ শ্রেনীর মনে মুসলমানদের জন্য সমবেদনার জন্ম দিয়েছে যারা ইসলাম ধর্ম সম্পর্কে কিছুই জানত না।



 

তিনি বলেন, প্রতি সপ্তাহে দক্ষিণ আন্দালুসিয়া’র একটি মসজিদে ১ বা ২ জন ইসলাম ধর্ম গ্রহণের করছেন।

ডেল পোজো মনে করেন: ফিলিস্তিনিদের নিজ বসতভিটায় প্রত্যাবর্তনের ইচ্ছা এবং তাদের সংগ্রাম ও প্রতিরোধ এই প্রশ্নের আধ্যাত্মিক গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। তারা গাজার উপর ইসরায়েলি হামলা ও প্রতিনিয়ত ইসরাইলিদের মিথ্যাচার দেখছে। ফলে তারা এ বিষয়ে নিজেকে এবং আশেপাশের লোকদেরকে প্রশ্ন করছেন।

তিনি বলেন: মানুষ এভাবেই ইসলাম ধর্মকে খুঁজে পায়। গ্রানাডায় ফিলিস্তিনের সমর্থনে ব্যাপক বিক্ষোভ হয়েছে; এই সময় আমরা ফিলিস্তিনে কী ঘটছে সে প্রসঙ্গে আমাদের খ্রিস্টান প্রতিবেশীদেরকেও আমরা অবগত করি। তারা এ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে এবং বিক্ষোভের সময় ইসলাম সম্পর্কে বেশী জানার চেষ্টা করে। আমি বলতে পারি (ইসলামের প্রতি) আগ্রহ বেড়েছে।#176