ইসরাইলের দখলদার সেনারা বলেছে, তারা বিস্ফোরক বোঝায় হিজবুল্লাহর ড্রোনটি ভূপাতিত করার চেষ্টা করেছে কিন্তু তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে এবং শেষ পর্যন্ত ড্রোনটি সেনাদের ওপর আঘাত করে। এতে ওই দুই সেনা মারা যায়।
নিহত দুই সেনার পরিচয় তুলে ধরেছে টাইমস অব ইসরাইল। তাদের একজন হলো মাস্টার সার্জেন্ট ডান কামকাজি এবং অন্যজন মাস্টার সার্জেন্ট নাহমান নাতান হারেৎজ। দুজনেরই বয়স ৩১ বছর।
ড্রোন হামলায় আরেক সেনা আহত হয়েছে। হিজবুল্লাহ হামলার দায়িত্ব স্বীকার করেছে। এর আগে হিজবুল্লাহ অধিকৃত গোলান মালভূমির সামরিক ঘাঁটি লক্ষ্য করে একসাথে অন্তত ৩০টি রকেট ছোঁড়ে।#
342/