‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

১৪ মে ২০২৪

৯:৪০:০০ PM
1458630

গাজায় শহীদের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে

গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, ফিলিস্তিনি শহীদের সংখ্যা ৩৫,০০০ অতিক্রম করেছে।

আহলে বাইত বার্তা-সংস্থা (আবনা): গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যে, ইহুদিরাষ্ট্রের সেনাবাহিনী এই এলাকায় গত ২৪ ঘণ্টায় ৮টি অপরাধ করেছে, যার ফলে ৬৩ জন শহীদ ও ১১৪ জন আঘাত প্রাপ্ত হয়েছে।

উক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, প্রতিনিয়ত প্রলম্ভিত হওয়া নতুন শহীদের তালিকায়, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ৩৫ হাজার ৩৪ জন ফিলিস্তিনি শহীদ যুক্ত হয়েছেন এবং সর্বশেষ আহতদের সংখ্যা ঘোষণা করা হয়েছে ৭৮,৭৫৫ জন।#176K