এ যাবৎকালের সবচেয়ে বড় হামলায় লেবানন ভিত্তিক এই প্রতিরোধকামী সংগঠনটি ১০০টি ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো অধিকৃত ফিলিস্তিনের উত্তরে 'টাইবেরিয়া' অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালায়। এই ক্ষেপণাস্ত্র হামলাটি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র সংখ্যা এবং প্রকারের দিক থেকে সবচেয়ে ব্যাপক হামলা। পার্সটুডে জানিয়েছে যে এই ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত ফিলিস্তিনের উত্তরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
খবরে বলা হয়েছে যে ইসরাইলের অস্ত্র তৈরি কোম্পানি রাফায়েল হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের সরাসরি টার্গেটে পরিণত হয়।ফিলিস্তিনি বার্তা সংস্থা সামাও এক প্রতিবেদনে ঘোষণা করেছে যে অধিকৃত ফিলিস্তিনের উত্তরে জেবেল আল মারমাক পর্বতে ইহুদিবাদী ইসরাইলের কৌশলগত বিমান ঘাঁটি মিরন এবং এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক রকেট আঘাত হেনেছে। ইসরাইলি কর্তৃপক্ষ হতাহতের পরিমাণ সম্পর্কে এখনও কোন মন্তব্য করে নি।
গত কয়েক মাস ধরে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সরকারের ভয়ঙ্কর অপরাধ এবং এই অঞ্চলে ফিলিস্তিনিদের গণহত্যার পর লেবাননের হিজবুল্লাহ অধিকৃত অঞ্চলের উত্তরে এই অবৈধ সরকারের সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে।#
342/