‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১৯ জুন ২০২৪

৭:১১:২৪ PM
1466485

হিজবুল্লাহর হুদহুদ ড্রোন, ইসরাইলের সামরিক নেতাদের নয়া ত্রাস ও বিস্ময়

পার্সটুডে-লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সম্প্রতি একটি ভিডিও প্রচার করেছে। ওই ভিডিওতে দেখানো হয়েছে ইসরাইলের আকাশে হিজবুল্লাহর হুদহুদ নামক একটি ড্রোন নির্বিঘ্নে উড়ছে। এই দৃশ্য দেখে ইহুদিবাদীরা ব্যাপকভাবে হতবাক এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।

ইসরাইলের সামরিক হুমকির জবাবে লেবাননের হিজবুল্লাহ উত্তর ইসরাইলে ওই হুদহুদ ড্রোন পাঠিয়ে হাইফা বন্দরের গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানের ছবি তুলেছে। পার্সটুডে আরও জানিয়েছে, ইহুদিবাদী মিডিয়াগুলো হুদহুদ ড্রোন সম্পর্কে প্রচারিত ভিডিওকে অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছে।

ইহুদিবাদী সূত্রগুলো ওই ভিডিওটিকে হিজবুল্লাহর পক্ষ থেকে হুমকির একটি জবাব বা বার্তা হিসাবে দেখেছে। ওই বার্তায় বোঝানো হয়েছে যে তেলআবিব যদি লেবাননের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে ইসরাইলের বিরুদ্ধে লক্ষ্যবস্তু ছোট হবে না। এদিকে, ইহুদিবাদী মিডিয়াগুলো স্বীকার করেছে যে, লেবাননের হিজবুল্লাহর শক্তি ইসরাইলি সেনাবাহিনী এবং নিরাপত্তা বিভাগকে হতবাক করে দিয়েছে।

ইহুদিবাদী শাসকগোষ্ঠীর মিডিয়া এই ভিডিও এবং ছবি প্রকাশকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছে। তারা বলেছে: হিজবুল্লাহ মৃত কিংবা আহতদের ভিডিও প্রকাশ করে নি, বরং তারা তাদের গোয়েন্দা সক্ষমতা দেখিয়েছে।

এই ইহুদিবাদী উত্সগুলো ভিডিওটি প্রকাশের সময় সম্পর্কেও জোর দিয়েছে:

ভিডিওটির প্রকাশকাল কাকতালীয় নয় বরং লেবানন এবং ইসরাইলে মার্কিন বিশেষ দূত আমোস হোকস্টেইনের সফরকালে প্রকাশ করা হয়েছে।

এ প্রসঙ্গে ইহুদিবাদী বিশ্লেষক ইয়োসি মেলম্যান বলেছেন: হিজবুল্লাহর কৌশলগত পরিকল্পনাকারীরা ১৮ বছরে অর্থাৎ ২০০৬ সালের যুদ্ধের পর থেকে আমাদের ভূখণ্ডের তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে যা তাদের একটি বিস্ময়কর অর্জন।

কী ওয়ার্ডস: গাজা-ইসরায়েল যুদ্ধ, ইসরাইল কি লেবানন আক্রমণ করবে? ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন, ড্রোন প্রতিরোধ, সৈয়দ হাসান নাসরুল্লাহ কে?

342/