‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১৯ জুলাই ২০২৪

৬:৪৮:১০ PM
1473034

গাজা যুদ্ধসহ সব সমস্যা সমাধানের পথে প্রধান বাধা আমেরিকা: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, বিদ্যমান নানা সমস্যা সমাধানের পথে প্রধান বাধা যুক্তরাষ্ট্র।

চার দিনের নিউ ইয়র্ক সফর শেষে তিনি এ কথা বলেছেন। আলী বাকেরি বলেন, আমেরিকার একতরফা নীতি বাস্তবায়নের দিন শেষ হয়ে এসেছে। ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি-অবস্থান এবং গাজা তথা ফিলিস্তিনে ইহুদিবাদীদের নৃশংস আগ্রাসনের প্রতি তাদের সমর্থন থেকে এটা স্পষ্ট সমস্যা সমাধানের ক্ষেত্রে ওয়াশিংটনই প্রধান বাধা।

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার সর্বাত্মক সমর্থন ও  অস্ত্রশস্ত্র পাচ্ছে বলেই গাজায় অপরাধযজ্ঞ চালিয়ে যেতে পারছে দখলদার ইসরাইল।

গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে ঘন্টায় গড়ে বিশ জন ফিলিস্তিনি শহীদ হচ্ছে বলে তিনি জানান।  আলী বাকেরি বলেন, ইসরাইলের অব্যাহত অপরাধযজ্ঞের বিষয়ে বিশ্বের নীরব ও নিষ্ক্রিয় থাকা মানায় না।

গাজা উপত্যকায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে গত নয় মাসের ইসরাইলি পাশবিক হামলায় ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু।#

342/