‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

২২ নভেম্বর ২০২৪

৫:১৭:১৪ PM
1506980

পারাচিনারে সন্ত্রাসী হামলায় ১২ শিশুসহ ১০৮ জন শিয়া মুসলিমের শাহাদাত

পাকিস্তানে পারাচিনার-পেশোয়ার রুটে শিয়া মুসলিমদেরকে বহনকারী কয়েকটি গাড়িকে লক্ষ্য করে চালানো সন্ত্রাসী হামলায় অন্তত ১০৮ জন শিয়া মুসলিম শহীদ হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পাকিস্তানি এ্যাক্টিভিস্ট ‘পারাচিনার’ এলাকায় অসহায় শিয়া মুসলিমদের উপর তাকফিরী সন্ত্রাসী গোষ্ঠীর এ হত্যাযজ্ঞের বর্ণনা দিয়েছেন।

পাকিস্তানি এ্যাক্টিভিস্ট সাইয়্যেদ আলী আহমাদ যাইদি বার্তা সংস্থা আবনাকে দেওয়া সাক্ষাতকারে উক্ত হত্যাযজ্ঞের বর্বরতার বর্ণনা দিতে গিয়ে বলেন: পারাচিনার-পেশোয়ার রুটে পেশোয়ারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কয়েকটি বাসকে লক্ষ্য করে চালানো তাকফিরী সন্ত্রাসীদের হামলায় এ নাগাদ ১০৮ শহীদ হয়েছেন; এদের মাঝে ১২টি দুধের শিশুও রয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন এবং তাদের সম্পর্কে কোন তথ্য এখনো পাওয়া যায় নি।

তিনি বলেন: সন্ত্রাসীদের হামলার মুখে কেউ কেউ বাস থেকে নেমে জীবন বাঁচাতে দৌঁড়ে পালাতে চাইলেও সন্ত্রাসীরা তাদের পিছু নিয়ে তাদেরকেও হত্যা করেছে। এমনকি হতভাগ্য শিয়াদের কেউ কেউ আশে পাশের বাড়িগুলোতে আশ্রয় নিলেও সন্ত্রাসীরা ঐ বাড়িতে ঢুকে তাদেরকে শহীদ করেছে।

বলাবাহুল্য, গতকাল বৃহস্পতিবার ২১ নভেম্বর, পাকিস্তানের পারাচিনারের শিয়াদেরকে বহনকারী পেশোয়ারের দিকে রওয়ানা হওয়া কয়েকটি বাসের উপর অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউই এ হামলার দায় স্বীকার করে নি। তবে ইতোপূর্বে পাকিস্তানের বিভিন্ন এলাকায় বহুবার দায়েশ, সিপাহে সাহাবা ও লাশকারে ঝাংভিসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলো একই কায়দায় হামলা চালিয়ে নিরাপরাধ শিয়াদেরকে নির্মমভাবে হত্যা করেছে।#176