১৯৯২ সাল থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ঘোষণা অনুযায়ী প্রতি বছর ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়ে আসছে। পার্সটুডে আরও জানায়, আফগানিস্তানের ১৫ লক্ষ মানুষ শারীরিক প্রতিবন্ধি এবং পঙ্গু বলে কাবুলে জাতিসংঘ মিশন ইউনামার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইউনামার এক্স সোশ্যাল নেটওয়ার্কে আরও জানানো হয়েছে: যুদ্ধে অবিস্ফোরিত গোলাবারুদের অবশিষ্টাংশ বিস্ফোরণের ঘটনাই আফগানিস্তানে পঙ্গুত্ব ও অক্ষমতার প্রধান কারণ। এই পঙ্গুত্ব ও প্রতিবন্ধির মধ্যে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
ইউনামা আরও জানিয়েছে: আফগানিস্তানে কয়েক দশক ধরে চলা যুদ্ধের কারণে সেদেশের মাটির বৃহৎ অংশ মাইন ও বিস্ফোরক দ্রব্যে দূষিত হয়েছে।
ইউনামা আরও জানায়, আফগানিস্তানের ত্রিশ লাখ মানুষ যুদ্ধ থেকে বেঁচে যাওয়া মাইন ও বিস্ফোরক সামগ্রীর এক কিলোমিটারের মধ্যে বাস করে। উল্লেখ্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে আফগানিস্তান দখলের দুই দশক পর, আমেরিকার দখলদার বাহিনী ৩১ আগস্ট ২০২১ সালে সেদেশ ছেড়ে চলে গেলেও আফগানিস্তানে আমেরিকার দখলদারিত্বের প্রভাব এখনও রয়ে গেছে।#
342/