‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

১২ ডিসেম্বর ২০২৪

৮:১৭:১৮ AM
1513162

হযরত যায়নাবের মাযারে সশস্ত্র ব্যক্তিদের হামলা (ভিডিও)

সশস্ত্র আগ্রাসীরা হযরত যায়নাব (সা. আ.)-এর মাযারে প্রবেশ করেছে।




আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী অস্ত্রসহ জোরপূর্বক হযরত যায়নাব (সালামুল্লাহি আলাইহা)-এর মাযারে প্রবেশ করে উস্কানীমূলক বিভিন্ন শ্লোগান দিয়েছে।

তারা যায়নাবিয়া এলাকার জনগণ এবং সিরিয়ার শিয়াদের বিরুদ্ধে উস্কানীমূলক শ্লোগান দিয়ে মাযার প্রাঙ্গন ত্যাগ করে।

সশস্ত্র ঐ ব্যক্তিরা তাহরির আশ-শাম দলের সদস্য নাকি অন্য কোন দলের তা এখনো স্পষ্ট হয় নি।

গতকালও তাহরির আশ-শাম গ্রুপের একটি প্রতিনিধি দল হযরত রুকাইয়া (সা. আ.)-এর মাযারে আসে এবং কিছুক্ষণ অবস্থানের পর উক্ত স্থান ত্যাগ করে।

প্রসঙ্গত, দামেস্ক শহরের যায়নাবিয়াসহ অপর এলাকাগুলোতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর শিয়া বিরোধী তৎপরতা লক্ষণীয় হারে বৃদ্ধি পেয়েছে, যা উদ্বেগের জন্ম দিয়েছে।#