‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

১৬ সেপ্টেম্বর ২০১৬

৩:১০:৫৫ AM
779339

গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা তিউনিশিয় যুবকের (ছবি)

জনগণের সমস্যা সমাধানে সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানাতে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিউনিশিয়ার এক দরিদ্র ও বেকার যুবক। দেশটির ফারনানা শহরে এ ঘটনার পর সরকার বিরোধী বিক্ষোভে রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ জনতা।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: দরিদ্রতা ও বেকারত্বের শৃঙ্খল থেকে বেরিয়ে না আসতে পেরে অবশেষে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিউনিশিয় এক যুবক। দেশটির উত্তম-পশ্চিমাঞ্চলীয় শহর ফারনানা সিটি কর্পোরেশনের সামনে আত্মহত্যার চেষ্টা করেন ঐ যুবক।

যুবকটির নাম ‘ভেসাম আল-ওয়ানিফি’। যুবকের এ পদক্ষেপের পর জনগণের সমস্যা সমাধানে ব্যর্থ সরকারের বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নেমে আসে শহরটির বিক্ষুব্ধ জনতা।

বিক্ষোভকারীরা ঐ যুবকের আত্মহুতির প্রচেষ্টার কারণ উদ্ঘাটনের দাবী জানিয়। পাশাপাশি তারা বিভিন্ন কার্যালয়ে দূর্নীতি’র তদন্তের দাবি জানিয়ে যুবকদের বেকারত্ব সমস্যা দূরীকরণ এবং দারিদ্রতা হ্রাস ঘটানোর লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে।

২০১১ সালে একই ধরনের ঘটনায় সরকার বিরোধী প্রতিবাদ করতে গিয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন এক যুবক। এরই ধারাবাহিকতায় তিউনিশিয়ায় গণবিপ্লব সংঘটিত হয়। মুহাম্মাদ বু আযিযি নামক ঐ যুবকের আত্মহুতির পর সারা দেশ ব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়ে।

বু আযিযি’র এ পদক্ষেপের পর তিউনিশিয়ায় একই ধরনের পদক্ষেপ নেয় কয়েক ব্যক্তি। এরপর এ পদক্ষেপ বিভিন্ন আরব দেশেও ছড়িয়ে পড়ে এবং মিশরসহ বেশ কয়েকটি দেশে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ ধরনের পদক্ষেপ নেয়া হয়।

তিউনিশয়ায় গণ বিপ্লবের মধ্য দিয়ে যাইনুল আবেদিন বিন আলী’র ২৩ বছরের স্বৈরশাসনের সমাপ্তি ঘটে এবং অন্যান্য আরব দেশেও সরকার বিরোধী প্রতিবাদের ঝড় ওঠে।#