‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

১৪ অক্টোবর ২০১৬

৫:৫৪:১৮ AM
785374

নাইজেরিয়ায় আযাদারি’র অনুষ্ঠানে পুলিশের গুলি; ৯ ব্যক্তির শাহাদাত (ছবি)

৯ মহররম রাত থেকে কাদুনা প্রদেশের একটি শিয়া মসজিদটিকে ঘেরাও করে রাখে নাইজেরিয় সেনাবাহিনী। গত বুধবার (১২ অক্টোবর) আশুরার দিন আযাদারদেরকে লক্ষ্য করে যুদ্ধে ব্যবহৃত গুলি ছোঁড়া হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: আশুরার শোকানুষ্ঠানে শিয়াদের উপর হামলা চালিয়ে ইমাম হুসাইন (আ.) এর ৯ জন আযাদারকে শহীদ করেছে নাইজেরিয়া পুলিশ। এ ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন।

৯ মহররম রাত (শবে আশুরা) থেকে দেশের কাদুনা প্রদেশের ‘ফুন্তুওয়া’ শহরের শিয়া মসজিদটিকে ঘিরে রাখে নাইজেরিয় সেনাবাহিনী। গত বুধবার ইমাম হুসাইন (আ.) এর আযাদারদেরকে লক্ষ্য করে যুদ্ধে ব্যবহৃত গুলি ছোঁড়া হয়। নাইজেরিয়ার রাজনৈতিক ব্যক্তিত্ব ‘ইউসুফ হামযা’ জানিয়েছেন, ঐ হামলায় শহীদ হয়েছেন ২০ জন আযাদার।

লন্ডনে অবস্থিত ইসলামি মানবাধিকার কমিশন এক বিবৃতিতে, এ ঘেরাও কর্মসূচী প্রত্যাহারের জন্য নাইজেরিয়া কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়ে শিয়াদেরকে তাদের সমাবেশ ও ইবাদত বিষয়ক স্বাধীনতা ভোগ করার অনুমতি দেয়ার দাবী জানিয়েছিল।

মসজিদটি ঘেরাওয়ের আগে এর আশেপাশে নাইজেরিয়ার সেনাবাহিনী’র সশস্ত্র সৈন্যদেরকে বহনকারী সাজোঁয়া যান দেখা গিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মানবাধিকার বিষয়ক ঐ কমিশনটির ভাষ্যমতে, নাইজেরিয় সরকারের সশস্ত্র বাহিনী ৮ মহররম দিবাগত রাতে (সোমবার, ১০ অক্টোবর) নাইজেরিয়া ইসলামি মুভমেন্টের ১৫ জন সদস্যকে কাদুনা থেকে আটক করেছে। বলা হচ্ছে যে, আটককৃতদের মাঝে কয়েকজন নারী ও শিশুও রয়েছে।

নাইজেরিয়ার কাদুনা প্রদেশের কর্মকর্তারা শিয়াদের বিরুদ্ধে দমননীতি অব্যাহত রেখে ‘শেইখ ইব্রাহিম যাকযাকি’র নেতৃত্বাধীন নাইজেরিয়া ইসলামি মুভমেন্টকে অবৈধ ঘোষণা করেছে।

প্রসঙ্গত, কাদুনা’র রাজ্য সরকার গত মাসের প্রথম সপ্তাহে এ মর্মে হুশিয়ারী উচ্চারণ করেছে যে, কারো বিরুদ্ধে ইসলামি মুভমেন্টে’র সদস্য হওয়ার অভিযোগ পাওয়া গেলে তাকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে।#