সূত্র : ABNA
শুক্রবার
১৬ ডিসেম্বর ২০১৬
১:৪৪:২৯ AM
798526
ঈদে মিলাদুন্নাবি (স.) পালন (৮);
তেহরানে ৩০তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন (সচিত্র)

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা -আবনা-: ৩০তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন গতকাল (বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর) ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, ইসলামি মাযহাবসমূহের নিকটবর্তী করণ সংস্থা’র মহাসচিব ও আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার উচ্চতর পরিষদের সদস্য আয়াতুল্লাহ আরাকি, আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার উচ্চতর পরিষদের সদস্য আয়াতুল্লাহ তাসখিরি এবং বিভিন্ন দেশের শিয়া ও সুন্নি আলেম-ওলামাদের অংশগ্রহণের মধ্য দিয়ে ইরানে রাজধানী তেহরানে শুরু হয়েছে।#