‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

২৬ ডিসেম্বর ২০১৬

১:১৮:২১ PM
800867

সেনেগালে অবস্থিত ইসলামি ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এবং ডাকারের চীফ ও আল-মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ডাকার ইসলামিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে ইসলামি ঐক্য সম্মেলন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা -আবনা-: ‘ইসলামি ঐক্য সম্মেলন’ সেনেগালের রাজধানী ডাকারে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের কালচারাল সেন্টারের উদ্যোগে এবং ডাকারের চীফ ও আল-মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সেনেগাল শাখার সহযোগিতায় ডাকার ইসলামি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে ইসলামি ইরানের রাষ্ট্রদূত জনাব ‘কাশকায়ী’ তার বক্তব্যে বলেন: মুসলিম বিশ্বে বিভিন্ন সংস্কৃতি প্রচলিত থাকলেও ইসলামি ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে চেষ্টা চালানো সকল মুসলমান বিশেষতঃ ধর্মীয় নেতাদের দায়িত্ব ও কর্তব্য। আর এক্ষেত্রে মহানবি (স.) হতে পারেন কেন্দ্রবিন্দু।

সেনেগালের প্রধানমন্ত্রীর প্রতিনিধি ও এদেশের হজ কমিশনের প্রধান ‘আব্দুল আযিয কোব্বাহ’ তার বক্তব্যে মানব ঐক্যের প্রতি গুরুত্বারোপ করে বলেন: আমরা মানুষ পরস্পরের ভাই। ইসলামি ঐক্য প্রতিষ্ঠায় যা কিছু দৃষ্টিতে রাখতে হবে তা হল পবিত্র কুরআনের নৈতিকতা বিষয়ক আয়াতের সঠিক অনুধাবন এবং দৈনন্দিন জীবনে তার বাস্তবায়ন।

সেনেগালের রাইটার্স এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ‘আলীইয়্যূন বাদরাবি’ ইরানের সমৃদ্ধ সাংস্কৃতির কথা উল্লেখ করে বলেন: ইসলামি ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের প্রচেষ্টা প্রসংশার দাবী রাখে।

সেনেগালে নিযুক্ত ফিলিস্তিন, লেবানন, ইরাক, মরক্কো, তিউনিসিয়া ও সিরিয়াসহ বিভিন্ন ইসলামি দেশের কূটনৈতিকরা ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন, সেনেগালে নিযুক্ত ইরানি কালচারাল কাউন্সেলর জনাব মো’তাকেদি, আল-মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং মুরিদিয়া, তিজানিয়া, কাদিরিয়া, লাইন তরিকাসহ সেনেগালের বিভিন্ন তরিকার প্রতিনিধিবর্গ।#