‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

৩ ফেব্রুয়ারী ২০১৭

২:৪৯:১১ PM
809173

নিউ ইয়র্কে বিক্ষোভরত ইয়েমেনিদের জামাতে নামায আদায় (ছবি)

মার্কিন প্রেসিডেন্টের অভিবাসন বিষয়ক নিষেধাজ্ঞার নিন্দায় গতকাল (বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি) বিক্ষোভ করেছে নিউ ইয়র্ক শহরে বসবাসরত ইয়েমেনি অভিবাসীরা। বিক্ষোভের অংশ হিসেবে নিজেদের দোকান ও রেস্টুরেন্ট বন্ধ করে দেয় তারা।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): যুক্তরাষ্ট্রে বসবাসরত ইয়েমেনিরা নিউ ইয়র্ক শহরে তাদের দোকান-পাঠ বন্ধ করার পাশাপাশি যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশের উপর মার্কিন প্রেসিডেন্টের নিষেধাজ্ঞার নিন্দায় বিক্ষোভ করে ব্রুকলিনে জামাতে নামায আদায় করেছে।

সামাজিক যোগাযোগের ওয়েব সাইটে সক্রিয় যুক্তরাষ্ট্রে বসবাসরত ইয়েমেনি যুবকদের একটি দলের আহবানে সাড়া দিয়ে ইয়েমেনিরা নিউ ইয়র্ক শহরে গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ১ হাজার দোকান রাত ৮টার পর থেকে বন্ধ করে দেয়।

সাংবাদিকদের উদ্দেশ্যে বিক্ষোভকারীদের একজন জানিয়েছেন, আমরা রাস্তায় নেমে, আমাদের ভাই ও বোনেরা যাদেরকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে অথবা অন্যান্য দেশে আটকা পড়ে আমেরিকাতে আসতে পারছেন না, তাদের প্রতি সমর্থন জানাতে চাই। এটা (সিদ্ধান্ত) ন্যায়সঙ্গত নয়।

যুক্তরাষ্ট্রে ইয়েমেনি অভিবাসীদের অনেকে নিউ ইয়র্ক সিটিতে বসবাস করেন। এর মধ্যে সবচেয়ে বেশী ব্রুকলিনেই থাকেন। এছাড়া তাদের কিছু অংশ ম্যানহাট্‌ন, কুইন্স এবং ব্রঙ্ক্‌সেও বাস করেন।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান, ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, সুমালিয়া ও সুদানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে নতুন এ বিতর্ক সৃষ্টি করেন। ইতিমধ্যে তার এ নির্বাহী আদেশের ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে বিশ্বের বিভিন্ন মহল থেকে।#