‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

১৩ ফেব্রুয়ারী ২০১৭

৩:১৮:৫০ AM
811336

বাহরাইনে হযরত ফাতেমা’র শাহাদত বার্ষিকীর অনুষ্ঠানে হামলা (ছবি)

বাহরাইনের দিরাজ এলাকায় হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকানুষ্ঠানে হামলা চালিয়েছে বাহরাইনের স্বৈরাচারী সরকারের সৈন্যরা।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বাহরাইনের বিভিন্ন অঞ্চলে আযাদারির অনুষ্ঠানে সরকারি সৈন্যদের হামলায় আহত হয়েছে বহু লোক।

আলে খলিফা সরকারের ভাড়াটে সৈন্যরা, মানামা শহরের দিরাজ অঞ্চলের জনগণের শোক অনুষ্ঠানে বাধা দিয়েছে। এ সময় সৈন্যরা শোকার্ত লোকদেরকে লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং শর্টগানের গুলি ছোঁড়ে।

নবীনন্দিনী হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক মজলিশ পণ্ড করতে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে সৈন্যরা।

এদিকে বানি আল-জামারাহ এলাকায় বিক্ষুব্ধ জনতাকে বিচ্ছিন্ন করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে সৈন্যরা।

বাহরাইনের ৩ যুবককে বানোয়াট অভিযোগে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দানের প্রতিবাদে ঐ এলাকার লোকজন বিক্ষোভ কর্মসূচী পালন করছিল। ঐ মামলায় অপর ৩ জনকে ৫০ এরও বেশী বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ফায়ারিং স্কোয়াডে ৩ শহীদের বাড়িই বানি আল-জামারাহ এলাকায়। স্থানীয় জনগণ তাকবির ধ্বনী উচ্চারণ করে জনগণের ন্যায্য অধিকার হরণ, যুবকদেরকে হত্যা ও মানবাধিকার কর্মীদের কারারুদ্ধ করার প্রতিবাদ জানায়।

বাহরাইনের মানবাধিকার সংস্থার সক্রিয় এক সদস্য বলেন: বিক্ষোভকারীদেরকে হত্যার উদ্দেশ্যে তাদের উপর হামলা চালিয়েছে সৈন্যরা।

হুসাইন রাজি বলেন: বাহরাইন কর্তৃপক্ষ এখনো বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করতে শর্টগান ব্যবহার করে। যা আন্তর্জাতিক আইন বিরোধী।

তিনি আরও বলেন: সাদা পোশাকধারী বাহরাইনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা, বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করার ভান করে অনেক সময় হত্যার উদ্দেশ্যে তাদেরকে লক্ষ্য করে সরাসরি গুলি ছোঁড়ে।#