‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

১৩ এপ্রিল ২০১৭

১২:৩১:৪৬ AM
823516

দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় খুলনা ও যশোরে আমিরুল মু’মিনীন ইমাম আলী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী পালিত হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইমামতি ধারার ১ম ইমাম, নবী করিম (সা.) এর প্রকৃত উত্তরসূরী, জ্ঞান সমুদ্রের প্রবেশদ্বার হযরত আলী ইবনে আবি তালিব (আ.) এর জন্মদিবস ১৩ই রজব উপলক্ষে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী, খুলনা যথারীতি আলোচনা সভা ও মাহফিলের আয়োজন করে। ১০ এপ্রিল বাদ মাগরিব অনুষ্ঠিত ঐ আলোচনা সভা ও মাহফিলে হযরত আলী (আ.) এর শা’নে কাসিদা পরিবেশন করেন জনাব জহীর হোসেন, অনিক, মাওলানা শহিদুল হক, মাওলানা সাবির রেজা প্রমুখ।

ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী প্রধান বক্তা হিসেবে ইমাম আলী (আ.) এর পবিত্র জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানের এক পর্যায়ে ইসলামী শিক্ষা কেন্দ্রে অধ্যয়নরত হাওযা ও একাডেমি বিভাগের দু’জন ছাত্রকে উত্তম আচরণ, নিয়মানুবর্তিতা ও পড়ালেখার প্রতি বিশেষের মোনোযোগের কারণে পুরস্কৃত করা হয়। ঐ ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী। পুরস্কারপ্রাপ্ত ছাত্ররা হলেন হাওযা বিভাগের শরীফুল ইসলাম ও একাডেমি বিভাগের আরিফুল ইসলাম।

প্রসঙ্গত, উল্লেখযোগ্য সংখ্যক বহিরাগত মেহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত এ মাহফিল ও আলোচনা সভা সঞ্চালনের দায়িত্বে ছিলেন ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষক জনাব শহীদুল হক।

 

যশোরে আনন্দ মাহফিল

এ দিবস উপলক্ষে গত ১০ই এপ্রিল রোজ সোমবার রাত ৮ টায় যশোরের বারান্দি পাড়া এলাকায় অবস্থিত ক্বাসরে আব্বাস (আঃ) ইমামবাড়ীতে বিশেষ মাহফিলের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন দানবীর হাজী মোহাম্মাদ মহসীন ইমামবাড়ীর পেশ ইমাম জনাব ইকবাল হুসাইন, ইনকিলাব-এ-মাহদী মিশন-এর পরিচালক জনাব সিরাজুল ইসলাম এবংবিশিষ্ট ব্যবসায়ী জনাব ফিরোজ খান প্রমূখ।

কাসিদা পেশ করেন জনাব ইরশাদ আহাম্মেদ ও আয়াজ হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন জনাব সাহিদুল ইসলাম বাবু।#

পুরস্কার বিতরণ

ইসলামি শিক্ষা কেন্দ্রের শিক্ষকবৃন্দ

পুরস্কার বিতরণ

কাসিদা পরিবেশন

কাসিদা পরিবেশ

শ্রোতাদের একাংশ

বক্তব্য: হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাজ্জাদ হোসেন

বক্তব্য; হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি

বক্তব্য; জনাব ফিরোজ খান

কাসিদা : ইরশাদ আহাম্মেদ

বক্তব্য; জনাব মোঃ সিরাজুল ইসলাম