‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Abnews24
শনিবার

২৫ নভেম্বর ২০১৭

১২:২৪:০৭ AM
868937

মিসরে মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০০

মিশরে একটি মসজিদে আজ শুক্রবার জুমআর নামাজের সময় জঙ্গি হামলায় এখন পর্যন্ত ২’শ জনে দাড়িয়েছে।

আবনা ডেস্কঃ মিশরে একটি মসজিদে আজ শুক্রবার জুমআর নামাজের সময় জঙ্গি হামলায় এখন পর্যন্ত ২’শ জনে দাড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বহু মানুষ।
খবরে বলা হয়, সিনাই প্রদেশের বীর আল আবেদ শহরের একটি মসজিদে জুমআর নামাজের সময় সন্দেহভাজন জঙ্গিরা বোমা হামলা করে। এসময় তারা মুসল্লিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে কমপক্ষে এখন পর্যন্ত ২’শ জনে দাড়িয়েছে।
এই প্রদেশে বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ দিন ধরে মিশর যুদ্ধ করে আসছে। ২০১৩ সাল থেকে এই যুদ্ধ আরও তীব্র হয়।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, চার পাশের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে বন্দুকধারীরা মুসল্লিদের ওপর গুলি চালায় এবং বোমা হামলা করে।
অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনী। যারা ওই মসজিদে নামাজ পড়ছিল। ঘটনার পরপরই প্রেসিডেন্ট ফাত্তাহ আল-সিসি নিরাপত্তা বাহিনীর কর্মকমর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন।#