‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Jugantor
রবিবার

১৭ ডিসেম্বর ২০১৭

৪:৩৩:৩৯ PM
872950

কোহলির বিয়েতে জালালুদ্দিন রুমির কবিতা

মিডিয়ার চোখকে ফাঁকি দিতে সুদূর ইতালিতে গিয়ে বিয়ে সেরেছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। সেই বিয়ের আয়োজন টেক্কা দিয়েছে পৃথিবীর তাবড় তাবড় তারকাদের বিয়েকেও।

আবনা ডেস্কঃ মিডিয়ার চোখকে ফাঁকি দিতে সুদূর ইতালিতে গিয়ে বিয়ে সেরেছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। সেই বিয়ের আয়োজন টেক্কা দিয়েছে পৃথিবীর তাবড় তাবড় তারকাদের বিয়েকেও। কোটি কোটি টাকার এই বিয়ের দায়িত্ব দেয়া হয়েছিল ‘শাদি স্কোয়াড’ নামের এক বিশেষ আয়োজক সংস্থাকে।
এমন বিলাসবহুল বিয়ের আসরে আমন্ত্রিতদের জন্য 'রিটার্ন গিফট'র বন্দোবস্তও করেছিল ওই সংস্থা। সেই গিফট বিরুষ্কার পছন্দেই আনা হয়েছিল। বেছে বেছে সেরা জিনিসটি আমন্ত্রিতদের হাতে তুলে দিয়েছেন নবদম্পতি। সেই উপহার হাতে পেয়ে নিমন্ত্রিতরা যেমন অবাক, তেমন মুগ্ধ!
পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবি জালালুদ্দিন মুহাম্মদ রুমির ‘কবিতা সংগ্রহ’ পেলে খুশি তো হওয়ার কথাই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পারস্যের সুফি কবি রুমির দারুণ ভক্ত বিরুষ্কা। তাই বিয়েতে রিটার্ন গিফট হিসেবে অতিথিদের রুমির কাব্যকেই বেছে নেন তারা।
প্রসঙ্গত, বিয়ের আমন্ত্রণপত্রের সঙ্গেও উপহার পাঠিয়েছিলেন বিরুষ্কা। রিসিপশনের জন্য যেসব হাইপ্রোফাইল অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের কার্ডের সঙ্গে পাঠানো হয়েছে ড্রাই ফ্রুটসের প্যাকেট। যার মোট অর্থমূল্য বেশ কয়েক লাখ টাকা।