‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Pars Today
শনিবার

২২ জুন ২০১৯

৩:৫৬:০৫ AM
953334

ভূপাতিত আরকিউ-৪এ'র ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করল ইরান

ইরান আজ (শুক্রবার) প্রথমবারের মতো মার্কিন চালকহীন বিমান আরকিউ-৪এ'র ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে। গতকাল ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের পর ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি একে ভূপাতিত করেছে।

(ABNA24.com) ইরান আজ (শুক্রবার) প্রথমবারের মতো মার্কিন চালকহীন বিমান আরকিউ-৪এ'র ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে। গতকাল ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের পর ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি একে ভূপাতিত করেছে।

আইআরজিসি'র বিমান-মহাকাশ বাহিনী বা অ্যারোস্পেস ফোর্স আজ স্থানীয় সময় দুপুরে আরকিউ-৪এ'র ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করে। ড্রোনটি আন্তর্জাতিক পানিসীমার ওপর দিয়ে উড়ছিল বলে আমেরিকা দাবি করেছে কিন্তু ধ্বংসাবশেষের ছবি প্রকাশের মধ্যদিয়ে ওই দাবি পুরোপুরি বানচাল হয়ে যায়।

ইরান এরআগে যে জিপিএস তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায় যে, এই চালকহীন বিমানটি ইরানের উপকূলের আট মাইল দূর দিয়ে উড়ছিল। উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত ইরানের জলসীমা হিসেবে বিবেচিত হয়।

এদিকে,  মার্কিন স্বার্থ দেখার দায়িত্বে নিযুক্ত সুইস রাষ্ট্রদূতকে আজ সকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। তার কাছে দেয়া প্রতিবাদপত্রে ইরান জানিয়েছে যে, ইসলামি প্রজাতন্ত্র কোনও দেশের সঙ্গে যুদ্ধে জড়িত নয়। তবে আগ্রাসন চালালে ইরানি সশস্ত্র বাহিনী তার দাঁতভাঙ্গা জবাব দেবে।

এ ছাড়া মার্কিন ড্রোনটি যে ইরানের আকাশসীমা দিয়ে উড়ছিল তার অকাট্য যুক্তি রয়েছে। ভূপাতিত আরকিউ-৪এ'র কোনও কোনও অংশ ইরানের পানিসীমা থেকেই উদ্ধার করা হয়েছে।#