১৪ ডিসেম্বর ২০২১ - ১৩:৩১
বিচারের মুখে পড়তে হবে না মার্কিন সেনাদের

গত আগস্ট মাসে তালেবানের হাতে আফগানিস্তানের পতনের পর মার্কিন সেনারা ড্রোন হামলা চালিয়ে যে ১০ আফগান ব্সোমরিক নাগরিককে হত্যা করেছিল সেই ঘটনায় দোষী সেনাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে না।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : গত ২৯ আগস্ট মার্কিন সেনারা কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়ির ওপর ড্রোন হামলা চালায় এবং তাতে ১০ জন নিহত হয়েছিল যার মধ্যে ছিল সাতটি শিশু।

এ সম্পর্কে মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের গতকাল (সোমবার) বলেন, মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি এবং মার্কিন স্পেশাল অপারেশন্স কমান্ডের প্রধান জেনারেল রিচার্ড ক্লার্ক এসব সেনার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা না নেয়ার জন্য প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন তা অনুমোদন করেছেন।  

জন কিরবি বলেন, জেনারেল ম্যাকেঞ্জি ও ক্লার্ক এসব সেনাকে জহবাবদিহিতার আওতায় আনার জন্য কোনো রকমের সুপারিশ করেন নি। কাবুলের ওই হামলায় কোনো সেনা বক্তিগতভাবে দায়ী ছিল বলে শক্ত কোনো প্রমাণ নেই বলেও উল্লেখ করেন জন কিরবি।

এর আগে গত সেপ্টেম্বর মাসে পেন্টাগন স্বীকার করেছিল যে, কাবুলের ওই ড্রোন হামলা ছিল বেদনাদায়ক ভুল। অথচ হামলার প্রথম দিকে মার্কিন সরকার দাবি করেছিল যে, হামলায় নিহতরা সবাই সন্ত্রাসী ছিল।#



342/