২৭ অক্টোবর ২০২২ - ১৫:৪৬
'ডার্টি বোমা' ব্যবহারে ইউক্রেনের পরিকল্পনা আমাদের জানা আছে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন ডার্টি বোমা ব্যবহারের বিষয়ে যে পরিকল্পনা করছে সে সম্পর্কে মস্কো ভালোভাবেই জানে। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা এ সম্পর্কে যে কথা বলেছেন পুতিন তারই পুনরাবৃত্তি করলেন।

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে গতকাল (বুধবার) রাজধানী মস্কোয় এক বৈঠকে পুতিন এ মন্তব্য করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক এবং আঞ্চলিক পর্যায়ে সংঘাত ছড়িয়ে পড়ার অনেক বেশি আশঙ্কা রয়েছে, সে কারণে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

এদিকে, গতকালই রাশিয়ার কৌশলগত পরমাণু বাহিনী মহড়া চালিয়েছে এবং প্রেসিডেন্ট পুতিন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। এ বিষয়ে ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, পরমাণু অস্ত্রের মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো তাদের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন যে, শত্রুরা পরমাণু হামলা চালালে তার পাল্টা জবাবে রাশিয়া কী ধরনের ব্যবস্থা নেবে তারই মহড়া চালানো হয়েছে।

এছাড়া রাশিয়ার চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভ প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন যে, পরমাণু মহড়ায় আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন এবং টুপোলেভ স্ট্র্যাটেজিক বোমারু বিমান বা টিইউ-৯৫ বিমান ব্যবহার করা হয়েছে।#


342/