১২ নভেম্বর ২০২২ - ১৯:৪৬
খেরসন এখনো রাশিয়ার অংশ: ক্রেমলিন

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, খেরসন অঞ্চল এখনো রাশিয়ার অংশ রয়েছে এবং সেখান থেকে সেনা প্রত্যাহার করার কারণে খেরসনের আইনগত মর্যাদার ওপর কোনো প্রভাব পড়বে না।

গত মাসে খেরসনসহ ইউক্রেনের চারটি অঞ্চল গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হয় এবং রাশিয়ার সংসদ এই সংযুক্তির বিষয়টি অনুমোদন করলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চূড়ান্তভাবে ডিক্রি জারি করেন।

গতকাল (শুক্রবার) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, খেরসন অঞ্চল রাশিয়া ফেডারেশনের অংশই রয়েছে এবং অঞ্চলটির মর্যাদা নির্ধারিত ও সংজ্ঞায়িত; এতে কোনো পরিবর্তন আসতে পারে না।

342/