ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাঈ সোশ্যাল নেটওয়ার্ক এক্স-এ দেয়া এক বার্তায় লিখেছেন: "পুরো অঞ্চলকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দেয়ার জন্য বায়তুল মোকাদ্দাস দখলদার ইসরাইল আসন্ন মার্কিন নির্বাচন ও এর ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করছে। পার্সটুডে জানিয়েছে, মুখপাত্র ইসমাইল বাকাঈ আরো বলেছেন: ইসরাইল যখন মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে তখন সেটাকে আড়াল করার জন্য আমেরিকান নিরাপত্তা সংস্থাগুলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মিথ্যা অভিযোগ আরোপের চেষ্টা করছে।
সম্প্রতি ৮১ বছর বয়সী জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক বিতর্ক অনুষ্ঠানে নিজের শারিরিক সুস্থাতা নিয়ে এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন। ওই ঘটনার জেরে অবশেষে গত ২১ জুলাই দলের চাপে নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিলেন। এরপর ডেমোক্রেটিক পার্টির সদস্যরা বাইডেনের পরিবর্তে কমলা হ্যারিসকে প্রার্থী ঘোষণা করেন।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে যিনি পরবর্তী চার বছরের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। #
342/