৮ সেপ্টেম্বর ২০১৩ - ১৯:৩০
নামায ও কুরআন তেলাওয়াত মেসুত ওজিলের সাফল্যের চাবিকাঠি

তুর্কি বংশোদ্ভূত জার্মান নাগরিক মেসুত ওজিল সম্প্রতি স্পেনের বিখ্যাত ফুটবল ক্লাব রিযাল মাদ্রিদ ছেড়ে ব্রিটেনের আর্সেনাল ক্লাবের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। তিনি তার সাফল্যের কারণ উল্লেখ করতে গিয়ে বলেন, প্রতিটি খেলার পূর্বে পবিত্র কুরআনের কিছু আয়াত তেলাওয়াত এবং সংক্ষেপে নামায আদায় তার সাফল্যের প্রধান কারণ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : তুরস্ক বংশোদ্ভূত জার্মান জাতীয় ফুটবল দল ও  ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনাল টিমের এ তারকা বলেছেন, প্রতিটি খেলার পূর্বে আমি পবিত্র কুরআনের কিছু আয়াত তেলাওয়াত করতাম এবং কয়েক রাকাত নামায আদায় করতাম আর ফুটবল লাইফে আমার সফলতার মূল কারণ হচ্ছে এটাই।

তিনি বলেন : আমি প্রতিটি খেলার পূর্বে নামায আদায় করি এবং আমার সতির্থ খেলোয়াড়রা এটা জানেন যে, নামায আদায়ের সময় তারা আমার সাথে কথা বলতে পারবেন না।

জার্মান জাতীয় ফুটবল টিম ও ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনাল টিমের ২৪ বছর বয়স্ক এ তারকা ফুটবল অঙ্গনে মাত্র ৭ বছর তত্পরতার পর একজন সনামধন্য তারকা ফুটবলিস্টে রূপান্তরিত হয়েছেন।

উল্লেখ্য, তিনি ২০১০ সালের বিশ্বকাপে একজন সুপার স্টার হিসেবে খ্যাতি লাভ করেন, কিন্তু সামান্য ব্যবধানে গোল্ডেন বল নিজের থলেতে ভরতে ব্যর্থ হন।